• September 11, 2024

মানিকছড়িতে ‘গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটি’র অভিষেক

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটি ও বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট মানিকছড়ি কমিটির অভিষেক এবং ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচী অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর সম্পন্ন হয়েছে।

২৬ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টায় উপজেলা টাউন হলে অনুষ্টিত অভিষেক অনুষ্ঠান উদ্বোধন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বর্তমান জেলা পরিষদ সদস্য এম.এ.জব্বার। এ সময় তিনি বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটি,মানিকছড়ির ৩১ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান।

নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. শাহ্ আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটির সভাপতি ডা. অমর কান্তি দত্ত। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও বাংলাদেশ আ’লীগ মানিকছড়ি শাখার সভাপতি মো. জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলঅ নির্বাহী অফিসার তামান্না মাহমুদ, সাবেক উপজেলা চেয়ারম্যান এম.এ. রাজ্জাক, আ’লীগ সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন, ইউপি চেয়ারম্যান ক্যজয়রী মহাজন, ডা. মো. মহিউদ্দীন প্রমূখ। এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক ডা. মো. রমজান আলী।

সভায় বক্তারা বলেন, বাংলার এ প্রত্যন্ত জনপদে মানুষের নিরাপদ বন্ধু হলো গ্রামে-গঞ্জে ছড়িয়ে-ছিটিয়ে থাকা এসব পল্লী চিকিৎসক বন্ধুরা। মানুষ যখন অসুখ-বিসুখে ভোগে তখন প্রথমে যায় গ্রামের নিবৃর্তে ছোট্ট একটা দোকানে বসে থাকা সেই গ্রাম ডাক্তারের কাছে। কোন নেতা কিংবা প্রশাসনের কাছে চিকিৎসা নিতে আসেনা। তাহলে বুঝতে হবে এ পেশাটি কত গুরুত্বপূর্ণ। আপনারা আজীবন মানুষের সেবক হয়ে থাকবেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post