• July 9, 2025

মানিকছড়িতে ঘূর্ণিঝড় আম্ফানের মোকাবেলায় যুব রেড ক্রিসেন্টর মাইকিং

মানিকছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ঘূর্ণিঝর মোকাবেলায় উপজেলায় বিভিন্ন এলাকায় গুরুত্বপূর্ণ পয়েন্টে রেড ক্রিসেন্ট সোসাইটির যুব রেড ক্রিসেন্ট মানিকছড়ি ইউনিট খাগড়াছড়ি ব্র্যাঞ্চ‘র সদস্যরা ২০ মে বুধবার দিনব্যাপী জনসাধারণকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে যাওযার জন্য মাইকিং করা হয়।

এ প্রসঙ্গে যুব রেড ক্রিসেন্ট সোসাইটির মানিকছড়ি ইউনিট খাগড়াছড়ির ব্র্যাঞ্চের যুব প্রধান আশ্রাফুল আলম বলেন, যুব রেড ক্রিসেন্ট দূর্যোগ মোকাবেলায় সবাইকে সর্তকতা মূলক মাইকিং সহ নিরাপদে আশ্রয় কেন্দ্রে থাকার জন্য প্রচার করা হচ্ছে। উপজেলা দূর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সদস্য সচিব ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো.কামাল উদ্দীন বলেন ।

উপজেলা সদরে মুসলিম পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও রাজবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্র হিসেবে খোলা রাখা হবে। এছাড়া উপজেলার ৪টি ইউনিয়নের ১৮টি অস্থায়ী আশ্রয় কেন্দ্র হিসেবে বিদ্যালয়ের ভবন গুলো খোলা রাখা হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post