• June 12, 2025

মানিকছড়িতে জীপগাড়ী নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনার কবলে চা-শ্রমিকরা, আহত ৯

আলমগীর হোসেন: মানিকছড়িতে মানিকছড়িতে নেপছুন চা-শ্রমিক বহনকারী জীপগাড়ী নিয়ন্ত্রন হারিয়ে সন্ধা ৬ টায় কালাপানি নামক স্থানে র্দুঘটনায়  ৯নারী শ্রমিক আহত হয়েছে। এতে গাড়িতে থাকা নারী শ্রমিক গুরুতর আহত হয়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন উদ্ধার করে উক্ত আহত ব্যক্তিদের মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

আহরা হলেন, পইচো মার্মা(৬৫), স্বামীঃ রিপুচাই মার্মা, সাং-খারিচড়া,অথুই মা মার্মা(১৯), পিং- রিপুচাই মারমা, থুম্রাজাই মার্মা(২২), স্বামীঃ উগ্যাজাই মার্মা ,আসিংপ্রু মাবর্মা(২২), পিং- খেওবো মার্মা, ক্রাইচা মার্মা, পিং- মাংসে প্রু মার্মা, হ্লাক্রাই মার্মা, পিং- মাংসে প্রু মার্মা, উভয় সর্ব সাং- খারিছড়া, পো+থানা:-মানিকছড়ি।,খাগড়াছড়ি। বর্তমানে আহত সকলে মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post