মানিকছড়িতে ছাত্রী ধর্ষনের ঘটনায় মামলা, ধর্ষক আটক
আলমগীর হোসেন: খাগড়াছড়ি জেলার মানিকছড়ির শাহেনশাহ হক ভান্ডারী সুন্নিয়া দাখিল মাদ্রাসার ৬ষ্ট শ্রেনীর ছাত্রীকে ধর্ষনের অভিযোগে স্থানীয়রা ধর্ষকে আটক করে পুলিশে দিয়েছে।
পুলিশ জানান তুলাবিল এলাকার আব্দুর রশিদের ছেলে এক সন্তানের জনক মো: চাঁন মিয়া(২৩) একই এলাকার চেনুমিয়ার ৬ষ্ট শ্রেনীর মাদ্রাসার ছাত্রীর সাথে মোবাইলে দীর্ঘদিন প্রেমসর্ম্পক ছিল। গত-৫এপ্রিল বিকাল ৫টায় মোবাইল ফোনে ধর্ষক চাঁনমিয়া চেনুমিয়ার মেয়ে(১৪)কে কথা আছে বলে ডেকে নিয়ে যান। এক পার্যয়ে মেয়েটির কোন সন্ধান না পেয়ে পরিবার সদস্যরা তাকে অনেক খোজা-খোজি করে।
পরে ৬ এপ্রিল সন্ধা তুলাবিল কামাল সদাগরের দোকারেন পেছনে ঠান্ডা টিলা নামক স্থানেধর্ষক তাকে পেলে চলে যায়। স্থানীয়রা তাকে মেয়েটিকে উদ্ধার করে মানিকছড়ি হাসপাতালে ভর্তি করান। মেয়ের মুখের জবানবন্ধী শুনে মেয়ের বাবা প্রতিবন্ধী চেনুমিয়া বাদী হয়ে মানিকছড়ি থানায় মামলা নং-০৩ তারিখ-৬-৪-১৯ইং রুজু করেন।
মানিকছড়ি থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা রিটন কান্তি রায় বলেন, মেয়েটির অভিভাবক চেনুমিয়া বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্ত ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।