• July 27, 2024

মানিকছড়িতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সম্পন্ন

মানিকছড়ি প্রতিনিধি: মানিকছড়িতে গত ১২-১৩ মার্চ দুই দিনব্যাপী ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড। উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ‘মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যত’ এ শ্লোগানকে সামনে রেখে মানিকছড়ি উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করে। মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। এছাড়াও উপজেলা প্রশাসন উপস্থিত বক্তৃতা ও বিতর্ক প্রতিযোগীতার আয়োজন করেন। উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ(ভা:প্রা:) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি ছিলেন, প্রকৌশলী মো. জাকির হোসেন, উপজেলা সহকারী প্রোগ্রামার(আইসিটি) মো. শাকিল আহম্মদ, সহকারী শিক্ষা অফিসার সুভাসীস বড়ুয়া, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সমন্বয়ক মো. ইয়াছিনুল হক প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করার আহবান জানিয়ে বলেন, মেধাকে কাজে লাগিয়ে বিজ্ঞানের দেখানো পথে চলতে পারলেই দেশ ও জাতী সামনের দিকে আরও এগিয়ে যাবে।বিজ্ঞানের দেখানো পথে ডিজিটাল বাংলাদেশের পথে হাটছি আমরা। বিজ্ঞানের যথাযথ ব্যবহার নিশ্চিত করারও আহবান জানান তিনি। পরে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে  দেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post