• July 27, 2024

মানিকছড়িতে টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প সমন্বয় সভা অনুষ্টিত

আলমগীর হোসেন: জেলার মানিকছড়ি উপজেলা হলরুমে টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প পার্বত্য চট্টগ্রাম উন্নয়নবোর্ড মানিকছড়ি উপজেলা সমন্বয় সভা অনুষ্টিত হয়েছে।

অনুষ্টানটি পরিচালনা করেন টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প পার্বত্য চট্টগ্রাম উন্নয়নবোর্ড মানিকছড়ি উপজেলা ব্যবস্থাপক ফরিদুল আলম, অনুষ্টানে সভাপত্বি করেন মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদিন, আরো উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ, উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা ডাঃ রতন খিশা, মানিকছড়ি থানা অফিসার ইনচার্জ ওসি, আমির হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার জবরুত খান, সমাজ সেবা কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, যুব উন্নযন কর্মকর্তা, উপস্থিত ছিলেন, অনুষ্টানে

টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প পার্বত্য চট্টগ্রাম উন্নয়নবোর্ড মানিকছড়ি উপজেলা সহকারী প্রকল্প ব্যবস্থাপক,সুরত রঞ্জন ত্রিপুরা, তুহিন চামা, বিল্পব ত্রিপুরা, অনুষ্টানে উপস্থিত ছিলেন।

আলোচনায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প পার্বত্য চট্টগ্রাম উন্নয়নবোর্ড মানিকছড়ি উপজেলা ব্যবস্থাপক ফরিদুল আলম সমন্বয় সভায় উপজেলায় চলতি কার্যক্রম তুলে ধরেন তিনি জানান ১৭৮টি পাড়াকেন্দ্রে টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প পার্বত্য চট্টগ্রাম উন্নয়নবোর্ডের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। সম্প্রসারিত ৪টি পাড়াকেন্দ্রের অবকাঠামো মেরামত, উপজেলায় ৩০টি পাড়াকেন্দ্র মেরামতের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।আরো ৯০টি পাড়াকেন্দ্র মেরামতের হতবিল প্রাপ্তির সাপেক্ষে কাজ শুরু করা হবে। তিনটহরী ইউনিয়ন ৪টি পাড়াকেন্দ্রে অবকাঠামো নির্মানের কাজ চলছে।

পাড়াকেন্দ্র কর্তৃক ৫ অক্টোমর ২২১৬ জন (১০-১৯বছর) কিশোরীকে কৃমি নাশক বড়ি খাওয়ানো হয়। সরকারী দিবস গুলো পালন করা হয় যেমন জন্ম নিবন্ধন দিবস, হাতধোয়াদিবস সহ নানা সরকারী দিবস পালন। পাড়াকর্মীদের অংশ গ্রহনকরে থাকেন।

মানিকছড়ি উপজেলায় শুন্য পদে ৬টি পাড়াকেন্দ্র কর্মী নিয়োগ করা হবে। কিশোর- কিশোরীদের জন্য ক্লাব চালুর করার হবে বলে জানান ফরিদুল আলম।
উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ বলেন প্রত্যান্ত অঞ্চলে কাজ করছে পাড়াকর্মীরা তাদের মাধ্যমে মা ও শিশু নিয়ে কাজ করায় আজ গর্ভিত মা ও শিশু মৃত্যুর ঝুকি থেকে রক্ষা পাচ্ছে।

সমন্বয় সভা মানিকছড়ি থানা অফিসার ইনচার্জ ওসি, আমির হোসেন বলেন যৌতুক, মাদক, জঙ্গি, সন্ত্রাস, বাল্যবিবাহ বিরোধী কর্মকান্ডের পাড়াকেন্দ্রের উঠান বৈঠকে সকলকে অবগত করতে পাড়াকর্মীর মাধ্যমে থানায় সবসময় প্রস্তুত তখন পুলিশের সাথে প্রত্যান্ত অঞ্চলের মানুষের যোগাযোগ সহজ হবে।

অনুষ্টাননের সভাপতি মোঃ জয়নাল আবেদিন, বলেন টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের পার্বত্য চট্টগ্রাম উন্নয়নবোর্ড মানিকছড়ি উপজেলা সকল কর্মকর্তা, পাড়াকর্মীরা পরিশ্রশ করেন তার ফল আমরা জাতীয় টিকা দিবস সহ নানা দিবলে উপলদ্ধি করতে পারি। প্রত্যান্ত অঞ্চলে সরকারের সকল মেসেজ পৌছানোর একমাত্র মাধ্যম হলো পাড়াকর্মী, পাড়াকর্মীরা জাতীয় নির্বাচনে যতেষ্ট পরিশ্রম করেছে। স্বল্পবেতন সম্মানি বাতায় তাদের কাজের মুল্য দেয়া হয়। টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প পার্বত্য চট্টগ্রাম উন্নয়নবোর্ড মানিকছড়ি উপজেলা সকলে সমাজের সেবা করে যাচ্ছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post