মানিকছড়ি(খাগড়াছড়ি)প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২৭ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজ
মানিকছড়ি(খাগড়াছড়ি)প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
২৭ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রক্তিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন।
প্রশিক্ষক ছিলেন, তথ্য কমিশনের সহকারী পরিচালক (প্রশিক্ষণ) মো. সালাহ উদ্দিন। অতিথি ছিলেন,
সহকারী কমিশনার(ভূমি) রুম্পা ঘোষ।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.সূচয়ণ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্টিত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মাধ্যমিক স্কুল, মাদরাসার প্রধান শিক্ষক, ইউপি সচিব, সাংবাদিকবৃন্দ ।