মানিকছড়িতে ত্রাণ বিতরণ করলেন এক যুবক
আলমগীর হোসেন: ১নং মানিকছড়ি ইউনিয়নের গুচ্ছগ্রামের বাসিন্ধা সাবেক ১নং মানিকছড়ি ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ টুটুল সরকার যারা কোন স্থান থেকে কোন প্রকার সহায়তা পাননি তাদের মাঝে আজ রবিবার সকাল ৯ টায় মানিকছড়ির গুচ্ছগ্রাম স্থল নিরীহ গরীব দরিদ্র শতাধিক পরিবারের মাঝে নিজ অর্থায়নে পাঁচ কেজি চাউল, এক কেজি আলু, আধা কেজি ডাল ও এক জোরা আনারস বিতরণ করেন।
এই সময় চাল পেয়ে খুসি মোঃ মোয়াজ্জেন ফকির, ও শাবরন বিবি বলেন এই দুর্যোগ কালিন সময় আমাদের পাশে এসে দাড়িয়েছে আমাদের এলাকার ছেলে।
আমরা খুশি। তার সাধ্যমতে সে সহায়তার হাত বাড়িয়ে বৃত্তবানরা যদি আমাদের পাশে এসে দাঁড়ায় তাহলে এই কান্তিকালিন সময়ে আমাদরর মত দরিদ্রদের ভাতে কষ্ট করতে হবে না।