মানিকছড়িতে চাঁদাবাজির অভিযোগে ছাত্রলীগ নেতা বহিস্কার

মানিকছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার সদর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. টুটুল সরকার দলীয় শৃংখলা ভঙ্গ, দলীয় পরিচয় দিয়ে সীল ব্যবহার

মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু, ভোটারদের দীর্ঘ লাইন
গুইমারায় পুনর্মিলনীর অনুষ্ঠানে মঞ্চ কাঁপাবেন সোলস্
গুইমারাতে যাত্রীবাহী বাসের মুখোমুখী সংঘর্ষে ১৫জন আহত, গুরুতর ৩

মানিকছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার সদর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. টুটুল সরকার দলীয় শৃংখলা ভঙ্গ, দলীয় পরিচয় দিয়ে সীল ব্যবহার ও চাঁদাবাজির অভিযোগ প্রমাণিত হওয়ার প্রেক্ষিতে ২৩ মে তাকে দল থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

২৩ মে বিকাল সাড়ে ৪টায় উপজেলা ছাত্রলীগের এক প্রেস ব্রিফিং এ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল ও সভাপতি মো. আলমগীর হোসেন জানান, উপজেলার ১ নং মানিকছড়ি ইউনিয়ন ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক মো. টুটুল সরকার এর বিরুদ্ধে দলীয় শৃংখলা ভঙ্গ,দলীয় সীল ব্যবহার ও চাঁদাবাজির অভিযোগ প্রমানিত হওয়ার প্রেক্ষিতে উপজেলা ছাত্রলীগের সিদ্ধান্তক্রমে ৩ মাসের জন্য তাকে দল থেকে বহিস্কার করা হলো।

সংবাদ ব্রিফিং উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামালসহ ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।