• February 19, 2025

মানিকছড়িতে দি-মারমা কো অপারিটিভ সেমিনার

মানিকছড়ি প্রতিনিধি: মাদক দ্রব্য ও নেশা জাতীয় পরিহার করে, সুন্দর মস্তিষ্ক সুষ্ঠ সুরক্ষিত রেখে শিক্ষা সামাজিক অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগাতে হবে।একজন নেশাগ্রস্ত ছাত্র কখনো শিক্ষা সামাজিক অর্থনৈতিক উন্নয়ন গড়তে পারে না। তাই তিনি আরো বলেন,অভিবাক ও ছাত্র-ছাত্রীদের সকলকে সামাজিক উন্নয়নের শিক্ষার কোন বিকল্প নেই।

যে জাতি যতো বেশি শিক্ষিত সেই জাতি তত উন্নত। শিক্ষা হোক সকলের অধিকার ও মানবিক মূল্যবোধের সু-সম্পন্ন গড়ার হাতিয়ার, এ¤েøাগানকে সামনে রেখে দি-মারমা কো অপারিটিভ ক্রেডিট ইউনিয়ন লি. জেএসসি,এসএসসি,এইচএসসি,পরিক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা সেমিনারে ৭ফেব্রæয়ারী শুক্রবার সকাল ১০টায় কলেজিয়েট উ”চ বিদ্যালয় হল রুমে মানিকছড়ি গিরি মৈত্রী সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মংসাইঞো মারমা উপরোক্ত কথাগুলো শিক্ষার্থীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।এসময় দি-মারমা কো অপারিটিভ ক্রেডিট ইউনিয়ন লি.প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পরিচালক সুইচিংপ্রæ মারমা সঞ্চালনা করেন।

কংজাই মারমার সভাপতিত্বে অন্যান্নদের মধ্যে বক্তব্য রাখেন,কলেজিয়েট উ”চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংশেপ্রæ মারমা,বিএমএসসি‘র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র উকিংওয়ামং মারমা.রাজ বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্যজ মারমা প্রমূখ এ সময় প্রায় শতাধিক ছাত্র/ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post