• July 27, 2024

মানিকছড়িতে দুই স্কুল ছাত্র নিখোঁজ, পরে উদ্ধার

মানিকছড়ি (খাগড়াছড়ি): মানিকছড়ির‘রাণী নিহার দেবী সরকারী উচ্চ বিদ্যালয়’এর ৭ম শ্রেণির ছাত্র মো. আবদুর রহিম(১৩) ও মো. মারজুক আহম্মদ(১৩) সোমবার ৪ নভেম্বর থেকে নিখোঁজ রয়েছেন। এদিকে নিখোঁজ সন্তানদের না পেয়ে পিতা-মাতা,পরিবারবর্গ ও আত্মীয়-স্বজনরা নির্বাক হয়ে পড়েছেন।
পুলিশ ও অভিভাবক সূত্রে জানা গেছে, উপজেলার একমাত্র সরকারী মাধ্যমিক বিদ্যালয়‘রাণী নিহার দেবী সরকারী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ও চেঙ্গুছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেল্লাল হোসেন এর ছেলে মো. আবদুর রহিম(১৩) ও মানিকছড়ি বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী মো. আলমগীর হোসেন এর ছেলে মো. মারজুক আহম্মদ(১৩)উভয়ে একই প্রতিষ্ঠানে একই ক্লাসে অধ্যয়নরত। জেএসসি পরীক্ষার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় গত ৪ নভেম্বর বিকাল সাড়ে ৩ টায় একে অপরকে ক্রিকেট খেলার কথা বলে ডেকে নিয়ে যায়। রাত পর্যন্ত কেউই বাড়িতে ফিরে না আসায় অভিভাবকরা সন্তানের খোঁজ-খবর নিতে শুরু করে এবং নিকটাত্মীয়-স্বজনদের কাছে খোঁজ না পেয়ে রাতেই মানিকছড়ি থানায় সাধারণ ডায়রী করেন। জিডি নং ১৫০, তারিখ ৪.১১.১৯ খ্রি.।এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত বিকেলে চট্টগ্রাম থেকে শিশু ২টিকে উদ্ধার করা হয়েছে বলে সূত্রে জানা গেছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post