• February 9, 2025

মানিকছড়িতে নবগঠিত জেলা পরিষদ সদস্যকে সংবর্ধনা

মানিকছড়ি প্রতিনিধি: নবগঠিত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য মনোনীত হওয়ায় মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি’র চার সদস্যকে সংবর্ধনা দিয়েছে উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘তিনটহরী উচ্চ বিদ্যালয়’।

২৮ ডিসেম্বর বিদ্যালয়ের অডিটরিয়ামে অনাড়ম্বর এক পরিবেশে সহকারী গ্রন্থাগারিক ও সাংবাদিক আবদুল মান্নান’র সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোঃ আতিউল ইসলাম। অনুষ্ঠানে অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, ইউএনও তামান্না মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা, ভাইস চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম বাবুল, ডলি চৌধুরাণী, সাবেক উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান এম.এ. রাজ্জাক, সাবেক ভাইস চেয়ারম্যান এম.এ. কাদের, ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান ফারুক। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি মানিকছড়ি এম.এ. জব্বার, রেম্রাচাই চৌধুরী, মোঃ মাঈন উদ্দীন ও শাহিনা আক্তার।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন প্রধান শিক্ষক মোঃ আতিউল ইসলাম। পরে প্রধান শিক্ষকের স্বাগত বক্তব্য শেষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পূনঃগঠনে সদ্য মনোনীত জেলা সদস্য এম.এ. জব্বার, রেম্রাচাই চৌধুরী, মোঃ মাঈন উদ্দীন ও শাহিনা আক্তার এর মধ্যে উপস্থিত এম.এ. জব্বার ও মোঃ মাঈন উদ্দীন’কে‘ সম্মাননা স্মারক ’ প্রদান করেন প্রধান অতিথি মোঃ জয়নাল আবেদীন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতিউল ইসলাম।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post