• July 27, 2024

মানিকছড়িতে নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

আলমগীর হোসেন, মানিকছড়ি: খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে ৪ জুন মানিকছড়ি উপজেলা পরিষদ হল রুমে দরিদ্র মহিলাদের মাঝে ১২টি সেলাই মেশিন বিতরণ করা হয়। নারী উন্নয়ন ফোরাম’র সভাপতি ও মানিকছড়ি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেলা আক্তার এর সভাপতিত্বে সেলাই মেশিন বিতরণ সভায় প্রধান অতিথি ছিলেন, মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ।

এই সময় নারী উন্নয়ন ফোরাম’র সাধারণ সম্পাদক মরিয়ম মেম্বার, নারী উন্নয়ন ফোরামের সদস্য পপি তালুকদার, শাহানাজ বেগম, শাহিনা মেম্বারসহ হতদরিদ্র ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ বলেন, একটি সেলাই মিশিন দিয়ে একটি পরিবার চেষ্টা করলে চলতে পারে। আপনারা যারা সেলাই মিশিন পেয়েছেন কাজ করে স্বাবলম্বি হওয়া কোনো বেপার নয়। নারী উন্নয় সভাপতি রাহেলা বলেন, আমরা প্রতি বছর দরিদ্রদের মাঝে সেলাই মিশিন বিতরণ করে থাকি এবারও করেছি এবং তার সাথে উপজেলায় ৮ মাধ্যমিক বিদ্যালয়র পড়ুয়া  ছাত্রীদের মাঝে স্বাস্থ্য সম্মত সেনেটারী সামগ্রী বিতরণ করব।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post