মানিকছড়িতে নিজ ঘর থেকে প্রবাসীর গলাকাটা লাশ উদ্ধার

মানিকছড়িতে নিজ ঘর থেকে প্রবাসীর গলাকাটা লাশ উদ্ধার

মানিকছড়ি প্রতিনিধি:  মানিকছড়ি উপজেলার সেমুতাং গ্যাসফিল্ড এলাকায় নিজ বাড়ি থেকে সাজ্জাদ হোসেন( ২৪) নামের এক প্রবাসীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃ

খাগড়াছড়িতে তথ্য ক্যাম্পেইন সপ্তাহ সমাপ্তি,পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
লক্ষ্মীছড়িতে সাবেক ইউপি চেয়ারম্যান নিলবর্ণ চাকমাকে লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলি
গুইমারার সিন্দুকছড়িতে রাস্তায় উপর রমজান নামে যুবকের গলা কাটা লাশ উদ্বার

মানিকছড়ি প্রতিনিধি:  মানিকছড়ি উপজেলার সেমুতাং গ্যাসফিল্ড এলাকায় নিজ বাড়ি থেকে সাজ্জাদ হোসেন( ২৪) নামের এক প্রবাসীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যু সাজ্জাদ এলাকার মো. মাসুদ রানার পুত্র।

পুলিশ সূত্র জানান, শনিবার দিবাগত রাত আনুমানিক ১১.০০ ঘটিকায় উপজেলাধীন ৩নং যোগ্যাছোলা ইউনিয়নের কালাপানি(সেমুতাং গ্যাসফিল্ড) এলাকার প্রবাসী মো.সাজ্জাদ হোসেন (২৪), পিতা. মাসুদ রানাকে কে বা কাহারা রাতের আধারে নিজ ঘরে ঢুকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে। এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহনূর আলম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টির রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে প্রেরণসহ পরবর্তী আইনি কার্যক্রম চলছে।

এদিকে প্রবাসীর লাশ উদ্ধারকে ঘিরে জনপদে আতংক ও ঘটনার মূলরহস্য উদঘাটনের দাবী করছেন এলাকাবাসী।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি ও জনপ্রতিনিধি বলেন, তাকে পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা খুন করেছে।
ইউপি চেয়ারম্যান ক্যয়জরী মহাজন বলেন, ঘটনা রহস্যাবৃত! কারণ বাউন্ডারি ঘরে দুই ভাই রাত্রীযাপন করত। একভাই দোকানে মোবাইলে রিচার্জ করতে যাওয়ার পর পর নিজ শয়নকক্ষে সাজ্জাদকে জবাই করে হত্যা করা হয়েছে! বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।