মানিকছড়িতে নুরজাহান ইলেকট্রনিক্স মিনিস্টার প্লাজার উদ্বোধন

Homeপাহাড়ের সংবাদখাগড়াছড়ি সংবাদ

মানিকছড়িতে নুরজাহান ইলেকট্রনিক্স মিনিস্টার প্লাজার উদ্বোধন

মানিকছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়ি বাজারে নবনির্মিত বিসমিল্লাহ ভবনের দ্বিতীয় তলায় ফিতা কেটে ও মিলাদ মাহফিলের মধ্যদিয়ে নুরজাহান ইলেকট্রনিক্স মিনিস

দীঘিনালায় ইউপিডিএফ কর্মীকে হাত-পা বেঁধে গুলি করে হত্যা
মানিকছড়িতে প্রশাসনের উদ্যোগে ত্রাণ বিতরণ অব্যাহত
মানিকছড়িতে স্বাধীনতা দিবস উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

মানিকছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়ি বাজারে নবনির্মিত বিসমিল্লাহ ভবনের দ্বিতীয় তলায় ফিতা কেটে ও মিলাদ মাহফিলের মধ্যদিয়ে নুরজাহান ইলেকট্রনিক্স মিনিস্টার প্লাজার শুভ উদ্বোধন করা হয়েছে।

১৭ মার্চ শুক্রবার বেলা ১১টায় ফিতা কেটে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদিন। নুরজাহান ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী মো. রাসেল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন, মানিকছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা যুবলীগের সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসিনুর রহমান, মানিকছড়ি গিরি মৈত্রী সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক মো. মনির হোসেন, উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটির সভাপতি ডা. অমর দত্ত, সাধারণ সম্পাদক মো. রমজান আলী, প্রেসক্লাব সাধরণ সম্পাদক আবদুল মান্নান প্রমূখ।