• July 27, 2024

মানিকছড়িতে পরিবেশ সুরক্ষা বিষয়ক কর্মশালা

 মানিকছড়িতে পরিবেশ সুরক্ষা বিষয়ক কর্মশালা
মানিকছড়ি(খাগড়াছড়ি)প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায়  বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাসের সিপিপি পিএইপি-২ প্রকল্পের  উদ্যোগে পরিবেশ সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা অফিসার্স ক্লাবে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের সিপিপি পিএইপি-২ প্রকল্প কর্মসূচীর কর্মকর্তা রুপনা দাশের সভাপতিত্বে ও প্রকল্পের জেপিও মে. ফরহাদ আজীমের উপস্থাপনায় অনুষ্ঠিত পরিবেশ সুরক্ষা বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রক্তিম চৌধুরী। অতিথি ছিলেন, কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্পের উপজেলা মাঠ কর্মকর্তা মো. সোলায়মান।
কর্মশালায়, শিক্ষক, ধর্মীয় গুরু, হেডম্যান, শিক্ষা,কৃষি, প্রাণী সম্পদ, জনস্বাস্থ্য ও বনবিভাগীয় কর্মকর্তা উপস্থিত ছিলেন। কর্মশালায় অংশগ্রহণকারীরা তিনটি দলে বিভক্ত হয়ে পরিবেশ সুরক্ষায় লিখিত মতামত উপস্থাপন করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post