• December 9, 2024

মানিকছড়িতে পশু পালন ও মৎস্য চাষীদের এগ্রোইকোলজি বিষয়ক প্রশিক্ষণ

মানিকছড়ি প্রতিনিধি: মানিকছড়ি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত পশু পালনকারী ও মৎস্য চাষী উপকারভোগী সদস্যদের নিয়ে কারিতাস, পেপসিএইচটি-প্রকল্প এর উদ্দ্যেগে পেপ সিএইচটি অফিসে মঙ্গলবার (১৯মার্চ) সকাল ৯টায় এগ্রোইকোলজি বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন মানিকছড়ি উপজেলার প্রাণীসম্পদ অধিদপ্তরের ভিএফএ মো. ইব্রাহিম খলিল,মৎস্য অধিদপ্তরের উপজেলা সহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা মিলন কৃষ্ণ চাকমা।

প্রশিক্ষণে পশুপালনের গুরুত্ব, বাসস্থান, রোগ ও প্রতিকার বিষয়ে এবং মৎস্য চাষীদেও মাছ চাষের গুরুত্ব,পতিত পুকুর/মজা,পুকুর ব্যবস্থপনা ,মাছ চাষ,মাছের খাদ্য ও রোগ বালাই দমনের উপর আলোচনা করাহয়। এসময়উপস্থিত ছিলেন মাঠ কর্মকর্তা মো.সোলায়মান, মাঠ সহায়ক জীবন্ত চাকমা, তাওহীদ আনোয়ার প্রমূখ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post