মানিকছড়িতে পান্নাবিল শ্রী শ্রী হরি মন্দির ও বৈরাগী বাবার আসনে মহোৎসব
আলমগীর হোসেন: মানিকছড়ি উপজেলার পান্নাবিল শ্রী-শ্রী হরি মন্দির ও বৈরাগী বাবার আসনে ৫২ তম অষ্ট প্রহর ব্যাপী মহোৎসব রবিবার, সোমবার, মঙ্গলবার সকাল পর্যন্ত অষ্টপ্রহর ব্যাপী মহোৎসব অনুষ্টিত হয়।
এতে প্রধান অথিধি হিসাবে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান ¤্র্যগ্য মারমা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদীন, সাধারন সম্পাদক মাঈন উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম বাবুল,মানিকছড়ি থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুর রশিদ, মানিকছড়ি ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান ফারুক, জাহেদুল আলম মাসুদ, সামায়ন ফরাজী সামু, সনাতন সমাজ কল্যান পরিষদ মানিকছড়ি শাখার রুপেন পাল, সাধারন সম্পাদক ডা: অমর দত্ত, সনাতন ছাত্রযুব পরিষদের মানিকছড়ি উপজেলাশাখা সভাপতি দীপক চন্দ্র নাথ, সাধারন সম্পাদক রাহুল শীল উপস্থিত ছিলেন।
পান্নাবিল শ্রী-শ্রী হরি মন্দির ও বৈরাগী বাবার আসন সভাপতি ডা: পূর্ণ কান্তি নাথ , সাধারন সম্পাদক ডা: স্বপন কান্তি নাথ, সাংগঠনিক সম্পাদক সুজন কান্তি দাশ এর সার্বিক আয়োজনে অনুষ্টানটি অনুষ্টিত হয়। মন্দিরটি দীর্ঘদিনের পুরানো কোন উন্নতি হয় নাই মর্মে মন্দির মকমিটি দাবী জানান, পরে প্রধান অতিথি গাইট ওয়াল নির্মান ও বিদ্যুৎতের ব্যবস্থা করে দিবে বলে আস্থকরেন।