মানিকছড়িতে পাবর্ত্য বাংঙ্গালী ছাত্র পরিষদের বিক্ষোভ মিছিল

মানিকছড়ি প্রতিনিধি: সর্বক্ষেত্রে বাঙ্গালীদের অধিকার নিশ্চিত করন পার্বত্য খাগড়াছড়ি, রাংগামাটি, বান্দরবান, জেলাতে আঞ্চলিকদল ইউপিডিএফ ও জেএসএস কর্তৃক অব্

রামগড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী বাদশা আটক
পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে চুক্তি বাস্তবায়ন করতে হবে
সন্ত্রাসী হামলায় আহত পানছড়ি আ.লীগের সাংগঠনিক সম্পাদক, চমেক প্রেরণ

মানিকছড়ি প্রতিনিধি: সর্বক্ষেত্রে বাঙ্গালীদের অধিকার নিশ্চিত করন পার্বত্য খাগড়াছড়ি, রাংগামাটি, বান্দরবান, জেলাতে আঞ্চলিকদল ইউপিডিএফ ও জেএসএস কর্তৃক অব্যাহত খুন,গুম, অপহরণ, চাঁদাবাজী বন্ধের দাবীসহ সন্ত্রাসী বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন করেন পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ।

২৮ মার্চ সকাল ১১টায় মানিকছড়ি বাজার হতে উপজেলা সদর আমতল পর্যন্ত সংগঠনটি বিক্ষোভ মিছিল করেন। পরে মানববন্ধন ও পথ সভায় বক্তব্য রাখেন বাঙ্গালীছাত্র পরিষদ জেলা শাখার সভাপতি মো: মাঈন উদ্দিন, সাধারন সম্পাদক মাসুদ রানা, যুগ্ন সম্পাদক জাহেদুল ইসলাম, মাটিরাংগা উপজেলা সাধারন সম্পাদক আরিফ, মানিকছড়ি উপজেলার বাঙ্গালী ছাত্র পরিষদ সভাপতি মো: মুক্তাদের হোসেন মুক্তার, সাধারন সম্পাদক মো: সাহাবউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো: কাউছার বক্তারা বক্তবে বলেন, পার্বত্য অঞ্চলে অঞ্চলিক দল ইউপিডিএফ ও জেএসএস সহ সংস্কার নামে উপজাতীয় আরো অনেক অস্ত্রধারী সন্ত্রাসী সংগঠন তিন পার্বত্য জেলায় প্রতিনিয়ত খুন,গুম, অপহরন, চাঁদাবাজী  করছে। সন্ত্রাসীদের এহেন কর্মকান্ডে সরকারের কাছে দাবীজানান বাঙ্গালীরা নির্যাতন আর কত সহ্য করবে। সন্ত্রাসী চাঁদাবাজদের বিরোদ্ধে সরকার কঠর সিদ্ধান্তের আহবান জানান।