• November 7, 2024

মানিকছড়িতে পাহাড়ে ঝুকিঁপূর্ণ বসবাস কারিদের শতর্কতা মাইকিং

মানিকছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় পাহাড়ের ঝুঁকিপূর্ণ স্থানে বসবাস কারীদের শর্তকতা মাইকিং করেছেন উপজেলা প্রশাসন। উল্লেখযে গত শনিবার থেকে টানা ভারি বর্ষনের ফলে পাহাড় ধ্বসের আশংকা করা হচ্ছে।

আগাম শতর্কতা হিসেবে মানিকছড়ি উপজেলায় ৮ জুলাই সোমবার বিকাল ৩টায় দূর্যোগ ব্যবস্থাপনা প্রস্তুতি কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুবাইয়া আফরোজ, থানা অফিসার ইনর্চাজ মো আমির হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও মো.কামাল উদ্দীন,বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব রেড ক্রিসেন্ট মানিকছড়ি ইউনিট খাগড়াছড়ি ব্র্যাঞ্চের আরসিওয়াই থোই অংপ্রু মারমাসহ উপজেলা বিভিন্ন দপ্তরে অফিসারগন উপস্থিত ছিলেন।

সভা শেষে উপজেলা প্রশাসন ঝুঁকিপূর্ণ স্থান গুলো পরির্দশন করেন। সূত্রে জানা গেছে, মানিকছড়ি উপজেলায় দুটি আশ্রয় কেন্দ্র মুসলিম পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও রাজবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে খোলা রয়েছে। এদিকে প্রশাসনের পাশাপাশি রেড ক্রিসেন্ট সদস্যরা পাহাড় ঝুঁকিপূর্ণ এলাকায় শতর্কতা মাইকিং করছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post