মানিকছড়িতে প্রতিবন্ধী দিবস পালিত
মানিকছড়ি প্রতিনিধি: ২৮তম আর্ন্তজাতিন ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবসে মানিকছড়িতে র্যালি ও আলোচনা অনুষ্টিত হয়েছে।
‘অভিগম্য আগামীর পথে’ এ প্রতিপাদ্যে এবার পালিত হচ্ছে ২৮তম আর্ন্তজাতিন ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে ৫ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় পরিষদ চত্তর থেকে বের করা হয় র্যালি। এতে প্রতিবন্ধীরা ও অংশগ্রহন করেন। পরে পরিষদ হল রুমে আলোচনা সভা শেষে ১৯জন প্রতিবন্ধীর হাতে শীতের কম্বল তুলে দেন উপজেলঅ নির্বাহী অফিসার তামান্না মাহমুদ।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া আফরোজ,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আইনুল হোসেন জিলানী, দুপ্রক সভাপতি মো. আতাউল ইসলাম, গ্রাম ডাক্তার কল্যাণ পরিষদের সভাপতি ডা. অমর কান্তি দত্ত, সনাতন সমাজ কণ্যান পরিষদ নেতা সজল বরণ সেন উপস্থিত ছিলেন।