আবদুল মান্নান, মানিকছড়ি: বিশ্বব্যাপি ছড়িয়ে পড়া প্রাণঘাতি‘করোনা ভাইরাস’ প্রতিরোধে দেশব্যাপি চলমান অঘোষিত ‘লকডাউনে’ নিন্মবিত্ত পরিবারে হাহাকার অবস্থা। ফ
আবদুল মান্নান, মানিকছড়ি: বিশ্বব্যাপি ছড়িয়ে পড়া প্রাণঘাতি‘করোনা ভাইরাস’ প্রতিরোধে দেশব্যাপি চলমান অঘোষিত ‘লকডাউনে’ নিন্মবিত্ত পরিবারে হাহাকার অবস্থা। ফলে এসব অসহায় জনগোষ্টির দ্বারে দ্বারে ত্রাণ ও শুকনা খাবার বিতরণ অব্যাহত রেখেছেন মানিকছড়ি উপজেলা প্রশাসন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, করোনা ভাইরাস প্রতিরোধে সরকার দেশব্যাপি অঘোষিত‘লকডাউনে’লোকজন অনেকটা গৃহবন্দি অবস্থায় দিনাতিপাত করছে। যার কারণে জনপদে খাবার সংকটের আশংকায় সরকার দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে মানিকছড়ি উপজেলায় ১০ মে.টন চাউল ও ৫০ হাজার টাকা বরাদ্দ প্রদান করেন। ফলে উপজেলা প্রশাসন ২৯ মার্চ থেকে জনপদের ঘরে ঘয়ে গিয়ে কর্মহীন শ্রমজীবিদের খুঁজে খুঁজে ১০ কেজি চাউল, ৫শ গ্রাম ডাল, ৫ শ গ্রাম তৈল, ৫শ গ্রাম লবণ, ১টি সাবান, ১ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ বিতরণ অব্যাহত রেখেছেন। ৩০ মার্চ সকাল বেলা ৪ নং তিনটহরী ইউপি’র ৩ ও ৬ নং ওয়ার্ডে এবং বিকালে ১ নং মানিকছড়ি ইউপি’র ৯ নং ওয়ার্ডে ত্রাণ ও শুকনা খাবার বিতরণ করা হয়েছে।
উক্ত ত্রাণ ও শুকনা খাবার বিতরণকালে উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, ইউএনও তামান্না মাহমুদ, সাব জোন কমান্ডার লে.নআবদুল্লাহ আবু সা’দ, অফিসার ইনচার্জ আমির হোসেন, পিআইও মো. কামাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, মো. শফিকুর রহমান ফারুকসহ সংশ্লিষ্ঠ ইউপি’র সদস্যগণ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।