মানিকছড়িতে বই উৎসবে নতুন বই পেয়ে আনন্দে শীক্ষার্থীরা

মানিকছড়ি (খাগড়াছড়ি)প্রতিনিধি: সারা দেশের ন্যায় বছরের প্রথম দিনে মানিকছড়িতে বই উৎসবে নতুন বই পেয়ে আনন্দে ও খুশি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনটহরী ইউনিয়নে বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন বছরের নতুন বই বিতরণ করা হয়েছে, এসময়ে বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি চিংওয়ামং মারমা মিন্টু সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক পারভীন আক্তার,এসএমসি কমিটির সদস্যরও তিনটহরী ইউনিয়ন পরিষদের সদস্য কামাল পাশা, মো.আলি আহম্মদ, সহকারি শিক্ষক চন্দ্রকেতু চাকমা,দম্রাচিং চৌধুরী অভিভাবক মো.কবির হোসেন,মংসানু মারমা প্রমূখ।