• November 7, 2024

মানিকছড়িতে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল ম্যাচ চলছে

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ৩১ ডিসেম্বর বিকাল ৩টায় দীর্ঘ দিন পর ৩২টি দলের অংশ গ্রহণের মধ্য দিয়ে ফাইনাল ম্যাচে মহামুনি একাদশ বনাম ময়ুরখী একাদশ প্রতিদ্বন্ধিতার জন্য মাঠে নামে।।

অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উসাশিং, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন তিন পার্বত্য জেলার মহিলা এমপি বাসন্তি চাকমা, কংজরী চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান, গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহরিয়ার জামান, সিন্দুকছড়ি জোন কমান্ডার রুবায়েত মাহমুদ হাসিব, জেলা পরিষদ সদস্য এমএজব্বার, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার, তামান্না মাহমুদ, সহকারী ভূমি কমিশনার রুবাইয়া আফরোজ, মানিকছড়ি থানা অফিসার্স ইনচার্জ আমির হোসেন, খেলা পরিচালনা কমিটির সভাপতি শফিকুর রহমান ফারুক, সচিব মাঈন উদ্দন উপস্থিত ছিলেন। রিপোর্ট লেখা পর্যন্ত মাঠে রেফারির শেষ বাঁশি বাজেনি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post