মানিকছড়িতে বজ্রপাতে আহত ১
মানিকছড়ি প্রতিনিধ: মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়ন ঢাকায়াই শিবির এলাকায় আজ বিকাল ৬টায় বজ্রপাতে গৃহবধু রুমা আক্তার(২৫),গুরুতর আহত হয়েছে।
প্রথমে মানিকছড়ি হাসপাতাল আনা হলে কর্মরত উপসহকারী মেডিক্যাল অফিসার ডাঃ মহিউদ্দিন প্রাথমিক ভাবে চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল প্রেরন করেন।
আহতের স্বামী আকব্বর জানান বৃষ্টির সময় সে বারান্দায় ছিল হঠাৎ বিকট শব্দে তার স্ত্রী রুমা আক্তার আহত হন।