মানিকছড়ি প্রতিনিধি: মানিকছড়ি উপজেলার উত্তর গাড়ীটানা এলাকা গতকাল রাতে বজ্রপাতে সজিব ত্রিপুরা(১৩) নামের একস্কুল ছাত্র নিহত হয়েছে। একই পরিবারের আরো ৩ সদ
মানিকছড়ি প্রতিনিধি: মানিকছড়ি উপজেলার উত্তর গাড়ীটানা এলাকা গতকাল রাতে বজ্রপাতে সজিব ত্রিপুরা(১৩) নামের একস্কুল ছাত্র নিহত হয়েছে। একই পরিবারের আরো ৩ সদস্য আহত হয়েছে আহতরা হলেন সুভাষ ত্রিপুরা(৬), সাগরিকা ত্রিপুরা(১৬), পুস্প রানী ত্রিপুরা(৩৫) এরা সকলে যোগ্যাছোলা ইউনিয়নের উত্তর গাড়ীটানার বাসিন্দা, জানা যায় সকলে ঘরের ম্যাজে বসে থাকা অবস্থায় বজ্রপাত হয় তখন ঘটনাস্থলে সুজন ত্রিপুরার ছেলে সজিব ত্রিপুরা(১৩), মারা যান, সে বড়ডলু উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র ছিলেন।
মানিকছড়ি থানা অফিসার ইনর্চাজ মুহাম্মদ রশিদ, ঘটনার সত্যতা স্বীকার করে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরনের ব্যাবস্থা নিছেন বলে জানান।