• January 15, 2025

মানিকছড়িতে  বজ্রপাতে নিহত পরিবারে প্রশাসনের সহায়তা

 মানিকছড়িতে  বজ্রপাতে নিহত পরিবারে প্রশাসনের সহায়তা
মানিকছড়ি প্রতিনিধি: মানিকছড়ির ছদুরখীল এলাকায় বুধবার রাত আড়াইটার দিকে বজ্রপাতে ১১ মাস বয়সী এক শিশু মো. আল- আমিন মারা গেছে! আহত হয়েছেন গৃহকর্তা মো. ইব্রাহিম(২৬) ও গৃহীনি আখি আক্তার(২০)। বজ্রপাতে নিহত  পরিবারকে  জেলা প্রশাসকের নির্দেশে নগদ টাকা ও শুকনো খাবার বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
হাসপাতালের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মহিউদ্দীন  জানান, রাত ৩.৪৫ মিনিটে বজ্রপাতে আহত ৩ জনকে হাসপাতালে আনা হলেও আল-আমিন(১১ মাস) নামের শিশুটি পথেই মারা গেছে। আহত মো. ইব্রাহীম (২৬) ও আখি আক্তার(২০) কে ভর্তি রাখা হয়েছে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ শাহনূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,নিহত শিশুর আহত পিতার আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুটি দাপনের অনুমতি দেওয়া হয়েছে।
এদিকে বজ্রপাতে নিহত ও আহত পরিবারকে জেলা প্রশাসনের নির্দেশে  উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) তামান্না মাহমুদ ও প্রকল্প কর্মকর্তা মো. কামাল উদ্দিন ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ২৫ হাজার ও শুকনো খাবার বিতরণ করেন এবং ক্ষতিগ্রস্ত ঘরটি নতুন করে নির্মাণের প্রতিশ্রুতি দেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post