মানিকছড়িতে  বজ্রপাতে নিহত পরিবারে প্রশাসনের সহায়তা

মানিকছড়ি প্রতিনিধি: মানিকছড়ির ছদুরখীল এলাকায় বুধবার রাত আড়াইটার দিকে বজ্রপাতে ১১ মাস বয়সী এক শিশু মো. আল- আমিন মারা গেছে! আহত হয়েছেন গৃহকর্তা মো

‘করোনা’ সচেতনতায় সামাজিক দুরুত্ব বজায় রাখতে লক্ষ্মীছড়িতে দ্বিতীয় দিনের অভিযান চলছে
রামগড়ে প্রধান মন্ত্রীর ত্রাণ পেলেন ফার্নিচার  মালিক- কর্মচারী ও পরিবার
মানিকছড়িতে ফলদ বাগান পরিচর্যা বিষয়ক চাষীদের দুইদিন ব্যাপী প্রশিক্ষণ
মানিকছড়ি প্রতিনিধি: মানিকছড়ির ছদুরখীল এলাকায় বুধবার রাত আড়াইটার দিকে বজ্রপাতে ১১ মাস বয়সী এক শিশু মো. আল- আমিন মারা গেছে! আহত হয়েছেন গৃহকর্তা মো. ইব্রাহিম(২৬) ও গৃহীনি আখি আক্তার(২০)। বজ্রপাতে নিহত  পরিবারকে  জেলা প্রশাসকের নির্দেশে নগদ টাকা ও শুকনো খাবার বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
হাসপাতালের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মহিউদ্দীন  জানান, রাত ৩.৪৫ মিনিটে বজ্রপাতে আহত ৩ জনকে হাসপাতালে আনা হলেও আল-আমিন(১১ মাস) নামের শিশুটি পথেই মারা গেছে। আহত মো. ইব্রাহীম (২৬) ও আখি আক্তার(২০) কে ভর্তি রাখা হয়েছে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ শাহনূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,নিহত শিশুর আহত পিতার আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুটি দাপনের অনুমতি দেওয়া হয়েছে।
এদিকে বজ্রপাতে নিহত ও আহত পরিবারকে জেলা প্রশাসনের নির্দেশে  উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) তামান্না মাহমুদ ও প্রকল্প কর্মকর্তা মো. কামাল উদ্দিন ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ২৫ হাজার ও শুকনো খাবার বিতরণ করেন এবং ক্ষতিগ্রস্ত ঘরটি নতুন করে নির্মাণের প্রতিশ্রুতি দেন।