• July 27, 2024

মানিকছড়িতে বর্ণাঢ্য আয়োজনে শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী পালিত

মানিকছড়ি প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনে মধ্যদিয়ে মানিকছড়িতে শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হয়েছে। ২৩ আগষ্ট শুক্রবার বিকাল সারে ৩টায় মানিকছড়ি কেন্দ্রীয় শ্রী-শ্রী রাজশ্যামা কালী মন্দিরের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় দীপন কর্মকার সঞ্চালনায় ও মাষ্টার রতন কুমার দে‘র সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চেীধুরী, সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল: রুবায়েত মোহাম্মদ হাসিব পিএসসিজি, বিশেষ অতিথি ছিলেন মানিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, মানিকছড়ি থানা অফিসার ইনর্চাজ আমির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন, সদর ইউপি চেয়ারম্যান সফিকুর রহমান ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম বাবুল, সনাতন সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক সজল বরন সেন, সনাতন সমাজ কল্যাণ পরিষদ মানিকছড়ি উপজেলা শাখার সভাপতি, রুপেন পাল, সাধারণ সম্পাদক, ডা. অমর দত্ত, কেন্দ্রীয় রাজ শ্যামা কালি মন্দির এর সভাপতি, বাদল বরণ সেন, প্রমূখ। অন্যানদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল, যুবলীগের নেতা ইদ্রিস ইসলাম বাচ্চু, সনাতন ছাত্র যুব পরিষদ এর সভাপতি দীপক কুমার নাথ, সাধারণ সম্পাদক রাহুল শীল।

প্রথমে কেন্দ্রীয় মন্দির প্রঙ্গনে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলনের মধ্যেদিয়ে অনুষ্ঠান শুভ সূচনা হয়। আলোচনা সভার শেষে মন্দির প্রঙ্গন থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু করে উপজেলা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার ও কেন্দ্রিয় মন্দিরে এসে শেষ হয়।এতে বিভিন্ন সনাতন সামাজিক সংষ্কৃতি সংগঠন র‌্যালীতে অংশগ্রহণ করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post