• December 12, 2024

মানিকছড়িতে ‘বিজ্ঞান ও আধুনিক বিশ্ব’বিষয়ক সেমিনার

মানিকছড়ি প্রতিনিধি: মানিকছড়ি উপজেলা প্রশাসনের উদ্দোগে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর; বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এর তত্ত্বাবধানে ও পৃষ্ঠপোষকতায় উপজেলা টাউন হলে“বিজ্ঞান ও আধুনিকবিশ^”বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয় বুধবার ৩০ জানুয়ারী সকাল সাড়ে ১১টায়।

উপজেলা বিজ্ঞান ক্লাবের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন এর সঞ্চালা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহীঅফিসার পঙ্কজ বড়ুয়া (অ:দ:)। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এ টিএম কাউছার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা,অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রশিদ, প্রাণী সম্পদ কর্মকর্তা রনি কুমার দে, সমবায় অফিসার আইউবুর রহমান,পরিসংখ্যান অফিসার রাকেশ বিশ্বাস, জন-স্বাস্থ্য প্রকৌশলী আউয়ুব আলী আনছারী, পল্লীউন্নয়ন অফিসার মো. মফিজ উদ্দিন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. জাকির হোসেন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও শিক্ষকমন্ডলী।

খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক এ টিএম কাউছার হোসেন সেমিনারের শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে সেমিনারের শুরতেই ই-নোট উপস্থাপন করেন অনুষ্ঠান পরিচালনা কমিটির আহবায়ক ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদ উল্লাহ। ই-নোট উপস্থাপনের পর মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, ডাইনছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওবায়দুলহক, রাণী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি সন্তোষ কুমার নাথ প্রমূখ।

এসময় বক্তার বলেন, আবিষ্কার,অগ্রযাত্রা ও উন্নয়নে বিজ্ঞানের অবদান রয়েছে। যে দেশ যত বেশি বিজ্ঞানের সঠিক ব্যবহার করতে পেরেছে সে দেশ তত বেশি উন্নত হয়েছে। তাই বিজ্ঞান চর্চার প্রতিআমাদের গুরুত্ব দিতে হবে। সঠিক বিজ্ঞান চর্চা করতে পারলেই দেশ এগিয়ে যাবে। যারা দেশকে ভালোবাসবে তারা দেশের উন্নয়নে বিজ্ঞানের সঠিক ব্যবহার করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে। এছাড়াও বিশে^র সাথে তাল মিলিয়ে চলতে গেলে বিজ্ঞানের প্রয়োজনীয়তা অপরিসীম। বর্তমানে যুব সমাজ এ বিজ্ঞানের অপব্যবহার করে নিজের ও অন্যের ব্যাপক ক্ষতি করে যাচ্ছে। তাই যুব সমাজকে অবশ্যই নিজের ও জাতির উন্নয়নের জন্য বিজ্ঞান চর্চা প্রতি মনযোগ দিতে হবে। যাতে কওে বিজ্ঞানের সঠিক ব্যবহার আমরা করতে পারি।

পরে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথি বৃন্দ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post