• February 19, 2025

মানিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

মানিকছড়ি প্রতিনিধি: মানিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. খোরশেদ আলম (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার আনুমানিক ভোর ৪টার দিকে মানিকছড়ি উপজেলার তিনটহরী বাজারের পূর্ব পার্শ্বে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. খোরশেদ আলম গ্রামের আনু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মানিকছড়ি উপজেলার তিনটহরী বাজারের পূর্ব পাশে জহিরুল ইসলামের বাড়িতে ব্যাটারি চালিত গাড়ির ব্যাটারি চার্জ দেয়া হত। ধারণা করা হচ্ছে চুরির উদ্দেশ্য নিয়ে নিহত মো. খোরশেদ আলম ভোর রাতে ব্যাটারি চার্জ দেয়ার ঘরে প্রবেশ করেন। এক পর্যায়ে সে বিদ্যুতের মেইন সুইচ অফ না করে ব্যাটারি স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মানিকছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) আমির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post