• May 1, 2025

মানিকছড়িতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু

 মানিকছড়িতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মা- মেয়ের মৃত্যু হয়েছে।

২৪ ডিসেম্বর শনিবার সন্ধার দিকে মানিকছড়ির গচ্ছাবিল সিপাহী পাড়া এ ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ সুত্রে জানা যায় মানিকছড়ি গচ্ছাবিল এলাকার সিপাহি পাড়ায় মোঃ ওমর ফারুক( ভাংগারী)র স্ত্রী  কুলছুম বেগম (৩৮)

সন্ধায় বাড়ীর পাশে গরু আনতে গেলে আর্থিং তার থেকে বিদ্যুৎ স্পৃষ্ট  হয় মেয়ে ইসরাত জাহান কলি (৮)সহ ঘটনাস্থলে মৃত্যু হয়।

স্থানীয় রাসেল হোসেন জানান বিদ্যুতের ছেঁড়া তারে স্পৃষ্ট হয় মা- মেয়ে।  সেখান থেকে  স্থানীয়রা উদ্ধার করে মানিকছড়ি  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ডাঃ মহি উদ্দিন মৃত ঘোষণা করেন।

মানিকছড়ি থানার ওসি শাহ নুর আলম বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু হয় ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করতে যাচ্ছি প্রাথমিক তদন্তে অপমৃত্যু বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post