• February 19, 2025

মানিকছড়িতে বিনামূল্যে খতনা ক্যাম্প অনুষ্টিত

 মানিকছড়িতে বিনামূল্যে খতনা ক্যাম্প অনুষ্টিত

 

মানিকছড়ি প্রতিনিধি:  ১৭ জুন সকাল ১০ টায় উপজেলার সদরস্থ শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) ট্রাস্টের দাতব্য চিকিৎসালয়ে সংস্থার যাকাত তহবিলের অর্থায়ণে উক্ত খতনা ক্যাম্প অনুষ্টিত হয়।
সংস্থার ৮৪ ও ৮৫তম( ২ ব্যাচ) এই খতনা ক্যাম্পে ১০ জন করে মোট ২০ জন শিশুকে সম্পূর্ণ  ফ্রি খতনাসহ প্রয়োজনীয় ঔষধ দেয়া হয়েছে। এ সময় চিকিৎসক হিসেবে খতনা কার্যক্রম পরিচালনা করেন চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ মোঃ মাহাবুবুর রহমান।
এছাড়া পুরো খতনা কার্যক্রমে উপস্থিত থেকে সহযোগিতা করেছেন শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী কল্যাণ ট্রাস্টের দারিদ্র্য বিমোচন প্রকল্প পরিচালনা পর্ষদ এর সাংগঠনিক সম্পাদক মোঃ নাসের উদ্দীন, প্রচার সম্পাদক মোঃ আহসান উল্লাহ চৌধুরী, সদস্য মোহাম্মদ আলী মাসুদ, মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির উপদেস্টা মোঃ মনির হোসেন, সদস্য ডাঃ দ্বীপেন কর্মকার, মোঃ আবদুর রহিম, ডাঃ মোঃ আবু তাহের প্রমূখ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post