• December 27, 2024

মানিকছড়িতে বিপুল ভোটে আওয়ামীলীগ এগিয়ে

আবদুল মান্নান, মানিকছড়ি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ নং খাগড়াছড়ির মানিকছড়ির ১৬ ভোট কেন্দ্রের বেসরকারি ফলাফলে বিপুল ভোটে এগিয়ে রয়েছে আওয়ামীলীগ প্রার্থী কুজেন্দ্রলাল ত্রিপুরা(নৌকা)। তিনি পেয়েছেন ২৮হাজার ৫১ ভোট। অন্যদিকে বিএনপি’র প্রার্থী মো.শহিদুল ইসলাম(ধানের শীষ) পেয়েছেন ৫হাজার ৬শত ১৮ভোট, ইউপিডিএফের সিংহ পেয়েছে-১হাজার ৫শত ৪৩ভোট। হাতপাখা পেয়েছে-৭শত ৩০ ভোট এবং লাঙ্গল পেয়েছে-১শত ৫৯ভোট।

সহকারি রির্টানিং অফিস সূত্রে জানা গেছে,একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ নং আসন খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ১৬টি কেন্দ্রের ৮৩টি বুথে ৪৩ হাজার ৫শত ২৯ ভোটারের ভোট গ্রহণ শেষে বেসরকারি ফলাফলে দেখা গেছে, উপজেলার ১ নং ভোট কেন্দ্র গভামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটার পুরুষ ৯শত ২৬জন এবং মহিলা ৯শত ৪৯জন। এর মধ্যে নৌকা প্রতীক পেয়েছে-৭শত ৪ ভোট,ধানের শীষ পেয়েছে- ৫শত ৩২ ভোট। ২ নং ভোট কেন্দ্র গচ্ছাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটার পুরুষ ১হাজার ৭শত ৬৯জন, মহিলা ১হাজার ৭শত ৩২জন। এর মধ্যে নৌকা পেয়েছে-১ হাজার ৬শত ৮৭ ভোট,ধানের শীষ পেয়েছেন-৪শত ৫৮ ভোট। ৩ নং ভোট কেন্দ্র রাণী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ে ভোটার ২হাজার ৫শত ১৮জন(পুরুষ), এর মধ্যে নৌকা পেয়েছেন-১হাজার ৭শত ৯১ ভোট,ধানের শীষ পেয়েছে-১শত ৬৮ ভোট। ৪ নং ভোট কেন্দ্র রাজবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটার ২হাজার ৪শত ৬১জন(মহিলা), এর মধ্যে নৌকা পেয়েছে-১হাজার ৫শত ২১ ভোট,ধানের শীষ পেয়েছেন-৩শত ৭৪ভোট। ৫ নং ভোট কেন্দ্র মানিকছড়ি মুসলিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার ২হাজার ৪শত ৭৬জন(পুরুষ), এখানে নৌকা পেয়েছে-২হাজার ১শত ৫ভোট,ধানের শীষ পেয়েছেন-৮৮ভোট। ৬ নং ভোট কেন্দ্র মানিকছড়ি ইউনিয়ন পরিষদ কেন্দ্রে ভোটার ২হাজার ৪শত ৩৯জন(মহিলা), এখানে নৌকা পেয়েছে-১হাজার ৭শত ৯০ ভোট,ধানের শীষ পেয়েছে-১শত ৯৬ ভোট। ৭ নং ভোট কেন্দ্র বাটনাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোটার পুরুষ ১হাজার ৫শত ৬৭জন,মহিলা ১হাজার ৬শত জন। এখানে নৌকা পেয়েছে-২হাজার ১শত ৪৫ ভোট,ধানের শীষ পেয়েছে-৩শত ৫৯ ভোট। ৮ নং ভোট কেন্দ্র ডাইনছড়ি পুরাতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটার ২হাজার ২৮জন(পুরুষ),১হাজার ৯শত৯৮জন(মহিলা)। এখানে নৌকা পেয়েছে-৩হাজার ৩৮ ভোট,ধানের শীষ পেয়েছে-২শত ৬৯ ভোট। ৯ নং ভোট কেন্দ্র ছদুরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটার ৯শত ৬১জন(পুরুষ),৯শত ৩জন (মহিলা)। এখানে নৌকা পেয়েছে-১হাজার ২শত ৪৮ ভোট,ধানের শীষ পেয়েছে-১শত ৪৩ ভোট। ১০ নং ভোট কেন্দ্র কালাপানি নতুন বাজার ইসলামীয়া দাখিল মাদ্রাসায় ভোটার ১হাজার ৯২জন(পুরুষ), ১হাজার ১শত ২৩জন(মহিলা)। এখানে নৌকা পেয়েছে-১হাজার ৪শত ৬১ ভোট,ধানের শীষ পেয়েছে-৯৭ভোট। ১১ নং ভোট কেন্দ্র যোগ্যাছোলা উচ্চ বিদ্যালয়ে ভোটার ১হাজার ৭জন(পুরুষ),১হাজার ১৪জন(মহিলা)। এখানে নৌকা পেয়েছে-৮শত ৭১ভোট,ধানের শীষ পেয়েছে-৫শত ৩১ ভোট। ১২ নং ভোট কেন্দ্র সাপমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটার ১হাজার ১শত ৮৯জন(পুরুষ) ১হাজার ২শত ৩৬জন (মহিলা)। এখানে নৌকা পেয়েছে-২হাজার ৩০ ভোট,ধানের শীষ পেয়েছে-২শত ৯ভোট। ১৩ নং ভোট কেন্দ্র গাড়ীটানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটার ১হাজার ১শত ১১জন(পুরুষ) ১হাজার ৯১জন(মহিল)। এখানে নৌকা পেয়েছে-১হাজার ৩শত ২৭ভোট,ধানের শীষ পেয়েছে-৪শত ৮০ ভোট। ১৪ নং ভোট কেন্দ্র চেঙ্গুছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটার ৭শত ৫৮জন(পুরুষ) ৮শত ২৩জন (মহিলা)। এখানে নৌকা পেয়েছে-১হাজার ৯২ ভোট,ধানেরশীষ পেয়েছে-১শত ১৬ভোট। ১৫ নং ভোট কেন্দ্র তিনটহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটার ২হাজার ২শত ৮১জন(পুরুষ) ২হাজার ২শত ২০জন(মহিলা)। এখানে নৌকা পেয়েছে-৩হাজার ১শত ৬৩ ভোট,ধানের শীষ পেয়েছে-৭শত ৫ভোট। ১৬ নং ভোট কেন্দ্র বড়ডলু কুঞ্জুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটার ২হাজার ১শত ৩৪জন(পুরুষ) ২হাজার ১শত ২৩জন(মহিলা)। এখানে নৌকা পেয়েছে-২হাজার ৭৮ভোট,ধানের শীষ পেয়েছে-৮শত ৯৩ভোট। সব মিলিয়ে উপজেলার ১৬টি কেন্দ্রের ৮৩টি বুথে আওয়ামীলীগের নৌকা প্রতীক পেয়েছে-২৮হাজার ৫১ভোট। ধানের শীষ পেয়েছে৫হাজার ৬শত ১৮ভোট। ইউপিডিএফের সিংহ পেয়েছে-১হাজার ৫শত ৪৩ভোট। হাতপাখা পেয়েছে-৭শত৩০ভোট,লাঙ্গল পেয়েছে-১শত ৫৯ভোট।

রাত সাড়ে ৭টায় সহকারি রিটার্নি অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ বেসরকারি উক্ত ফলাফল স্বাক্ষর করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post