• January 17, 2025

মানিকছড়িতে বিষপানে স্কুল ছাত্রীর আত্মহত্যা

মানিকছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়িতে এক স্কুল ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে,উপজেলার ওসমান পল্লী গ্রামের মো. লিটন মিয়ার কন্যা লিমা আক্তার মানিকছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী। যথারীতি গত ৭ মার্চ সে স্কুল থেকে বাড়ি ফিরে সন্ধ্যায় পড়ার টেবিলে না বসে ঘুরাফেরা করায় মা তাকে বকাঝকা করেন।

পরে সে রাগে অভিমান করে রাত ৯টার দিকে অভিভাবকের অজান্তে ঘরে থাকা বিষ পান করে অসুস্থ হয়ে পড়লে অভিভাবকরা তাকে দ্রুত মানিকছড়ি হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে সে মৃত্যুবরণ করেন। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার ৮ মার্চ সকালে জেলা হাসপাতালে মর্গে পাঠায়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post