• July 27, 2024

মানিকছড়িতে বৃক্ষ ও ফলদ মেলা সম্পন্ন

মিন্টু মারমা, মানিকছড়ি: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উদ্যোগে ৩দিনব্যাপি বৃক্ষ ও ফলদ মেলা সম্পন্ন হয়েছে। ১১জুলাই বৃহপতিবার বিকাল ৩টায় মানিকছড়ি কৃষি অফিস হলরুমে সেরা কৃষক, বিভিন বেসরকারী প্রতিষ্ঠান ও এনজিওকে বিভিন্ন কেটাগরিতে এ পুরুষ্কার দেওয়া হয়। উক্ত পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে উপসহকারী কৃষি কর্মকর্তা সৈয়দ মো.ফরিদ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপপরিচালক খাগড়াছড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মো. মর্ত্তুজা আলী।

উপজেলা কৃষি অফিসার নাজমুল ইসলাম মজুমদারের সভাপত্বিতে উপস্থিত ছিলেন, উদ্ভিদ বৈজ্ঞানিক কর্মকর্তা সুমন গুপ্ত,উপসহকারী কৃষি কর্মকর্তা হেলাল উদ্দিন, এইচ.এস এগ্রোর্ফাম ফিস প্রো:লি. প্রতিনিধি বাদল কান্তি সেন,কারিতাস খাধ্য নিরাপত্তা প্রতিনিধি মো.সোলায়মানসহ বিভিন্ন এনজিও নার্সারী মালিকগন উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি বিভিন্ন প্রতিষ্ঠান মালিক ও সেরা কৃষকদের হাতে পুরষ্কার তুলে দেন। প্রথম স্থান অধিকারী বনবিভাগ,এইচ এস এগ্রোর্ফাম,কারিতাস খাদ্য নিরাপত্তা, বনায়নে অবদান রাখায় আমেরিকান টোবাকো কোম্পানী লি.দ্বিতীয় স্থান অধিকারী আলমদিনা নার্সারী,ভাইয়া নার্সারী,কৃষক মো.ইউছুপ।বিভিন্ন সময়ে কৃষিকাজে অবদান রাখায় মানিকছড়ি কৃষি সম্প্রসারণ অধিদরের পক্ষ থেকে এইচ.এস এগ্রোর্ফাম ফিস প্রো: লি.(কর্ণেল বাগান) ম্যানাজার বাদল কান্তি সেনকে সন্মাননা পুরষ্কার প্রদান করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post