Homeস্লাইড নিউজশিরোনাম

মানিকছড়িতে ব্যক্তি উদ্যোগে ত্রাণ বিতরণ

আবদুল মান্নান: বৈশ্বিক মহামারি ‘করোনা’ ভাইরাস মোকাবিলায় দেশব্যাপি মানুষজন কর্মহীন গৃহেবন্দি। ফলে ঘরে ঘরে অভাবের হাতছানি। উপজেলা প্রশাসন, পার্বত্য জেলা

খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন
সেনাবাহিনী কতৃৃক মহালছড়িতে ধর্মীয় উৎসব উদযাপনে আর্থিক অনুদান প্রদান
গুইমারায় খাদ্যবাহী ট্রাকে আগুন দিয়েছে দূর্বৃত্তরা, চালক দগ্ধ

আবদুল মান্নান: বৈশ্বিক মহামারি ‘করোনা’ ভাইরাস মোকাবিলায় দেশব্যাপি মানুষজন কর্মহীন গৃহেবন্দি। ফলে ঘরে ঘরে অভাবের হাতছানি। উপজেলা প্রশাসন, পার্বত্য জেলা পরিষদ বিভিন্ন মন্ত্রনালয়ের বরাদ্দানুযায়ী ত্রাণ বিতরণ করছে। বরাদ্দ অপ্রতুল হওয়ায় তৃণমূলে গৃহবন্দি ও কর্মহীনরা বঞ্চিত হচ্ছে! মানুষের হাহাকার দেখে এগিয়ে আসছেন সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিসহ অনেক বিত্তবানরা। ১৬ এপ্রিল মানিকছড়ি উপজেলার কালাপানিসহ আশে-পাশের দুই শতাধিক খেটে-খাওয়া মানুষের মাঝে ব্যক্তি উদ্যোগে ত্রাণ-সামগ্রী বিতরণ করলেন সাবেক উপজেলা চেয়ারম্যান এম.এ. জব্বার।

এ মূহূর্ত্বে বিশ্বে ছড়িয়েপড়া মহামারি ও প্রাণঘাতি‘করোনা’ ভাইরাসের প্রার্দুভাবে দিশেহারা মানুষ। সরকারের নির্দেশে সর্বত্র সরকারী ছুঁটিসহ দেশব্যাপি চলছে ঘোষিত ও অঘোষিত লকডাউন। ফলে মানুষজন গৃহেবন্দি রয়েছে। কারোরই আয়-রোজগার নেই। ঘরে ঘরে খাদ্যসংকটে হাহাকার। সরকার বিভিন্ন মন্ত্রনাালয়ের মাধ্যমে উপজেলা প্রশাসন, জেলা পরিষদের উদ্যোগে ত্রাণ-সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে। এছাড়াও ব্যক্তি ও সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠান সাধ্যানুযায়ী ত্রাণ বিতরণ করছে। সরকারী বরাদ্দ অপ্রতুল হওয়ায় পার্বত্য জনপদ খাগড়াছড়ির মানিকছড়িতে এখনো অনেক অভাবী পরিবারে ত্রাণ পৌঁছেনি।

ফলে ১৬ এপ্রিল সকালে উপজেলার ৩ নং যোগ্যাছোলা ইউপি’র ১,২ ও ৩ নং ওয়ার্ডের অতি নিন্মবিত্ত ও নিন্মবিত্ত কর্মহীন গৃহবন্দি আড়াই শতাধিক মানুষের হাতে ত্রাণ-সামগ্রী তুলে দিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বর্তমান জেলা পরিষদ সদস্য এম.এ. জব্বার। সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ-সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক ডা. মো. রমজান আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।