• December 12, 2024

মানিকছড়িতে ভিটামিন ‘এ ‘ ক্যাপসুল খাওয়ানো কর্মসূচি চলছে

মানিকছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার মানিবছড়ি উপজেলায় ৪টি ইউনিয়ন সহ উপজেলা সদর ও মুহামনি বাসস্ট্যান্ড এলাকায় প্রায় ৩০টি পয়েন্টে উপজেলা স্বাস্থ্য সহকারী, এনজিও, সমাজসেবা সংগঠন,সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প পাড়াকর্মী যৌথ ভাবে দিন ব্যাপী বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে ৬মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এ প্লাস ক্যাপসুল খাওয়ানো কর্মসূচি চলছে বলে জানা গেছে।

শনিবার সকাল থেকে এ কর্মসূচি শুরু হয়। জেলা পরিষদ সদস্য এম.এ জব্বার এ কর্মসূচির উদ্বোধন করেন। এব্যাপারে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা: নোমান মিয়া, বলেন আজ পুরো উপজেলায় স্থায়ী ও অস্থায়ী ক্যাম্পে ভিটামিন ‘এ’ক্যাপসুল খাওয়ানো হবে।

প্রায় ৮-১০ হাজার শিশু এর আওতায় আসবে। আমি সহকারে আমাদের উপজেলার ডাক্তারদের একটি টিম মনিটরিং রয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post