• December 5, 2024

মানিকছড়িতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

মানিকছড়ি প্রতিনিধি: মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬-৫৯ মাস বয়সী শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম উদ্বোধন করেছেন জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা।

৪ অক্টোবর সকাল সাড়ে ১০টায় ৬-৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য ও স্বাস্থ্য বিষয়ক মনিটরিং কমিটির আহবায়ক এম.এ. জব্বার, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ,অফিসার ইনচার্জ আমির হোসেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মবকর্তা ডা. রতন খীসা ও মেডিক্যাল অফিসার ডা. খায়রুল বাশার আমান উপস্থিত ছিলেন।

পরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মবকর্তা ডা. রতন খীসা উপজেলার অন্যান্য টিকাদান কেন্দ্রগুলো ঘুরে দেখেন এবং শিশুদের মূখে ভিটামিন এ প্লাস ক্যাপসুল তুলে দেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার চার ইউনিয়নে ৬-১১ মাস বয়সী ১ হাজার ৩ শত ২৭জন শিশু ও ১২-৫৯ মাস বয়সী ১২ হাজার ৫শত ৮জনসহ মোট ১৩ হাজার ৮শত ৩৫ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনা হবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post