• December 13, 2024

মানিকছড়ির বিভিন্ন মসজিদে প্রধানমন্ত্রীর অনুদানের চেক প্রদান

স্টাফ রিপোর্টার: বৈশ্বিক মহামারি‘করোনা’ ভাইরাস প্রতিরোধে দেশব্যাপি লকডাউনে মসজিদে মুসল্লী সমাগম কম হওয়ায় মসজিদে দান-অনুদান ব্যাহত হওয়ায় মসজিদের আর্থিক অসচ্ছলতা দূরীকরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল মসজিদে ৫ হাজার টাকা হারে অনুদান বিতরণের সিদ্ধান্তে মানিকছড়ি উপজেলার শতাধিক মসজিদে অনুদানের চেক প্রদান করা হয়েছে।

ইসলামী ফাউন্ডেশন ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৈশ্বিক মহামারী ‘করোনা’র প্রাদুর্ভাব মোকাবেলায় জনপদে লকডাউন ঘোষণা এবং মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায়ে সরকারের বিধিনিষেধে দেশের সকল মসজিদে মুসল্লি সংখ্যা কমে যায়।

ফলে মসজিদসমূহে দান-অনুদান ব্যাহত হয়। যার ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল মসজিদেও দৈনন্দিন ব্যয় নির্বাহ করার লক্ষ্যে নগদ অর্থ বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করেন। ইসলামী ফাউন্ডেশনের সহযোগিতায় দেশের প্রতিটি মসজিদে গড়ে ৫হাজার টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্তে দেশের ২৪৪০৪৩টি মসজিদে একশত বাইশ কোটি দুই লক্ষ পনের হাজার টাকা বরাদ্দ অনুমোদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৩১ মে সকাল ১০টায় মানিকছড়ি উপজেলার ১০১টি মসজিদের অনুকূলে মসজিদ কমিটির সভাপতির হাতে উক্ত অনুদানের চেক হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ। এ সময় ইসলামী ফাউন্ডেশনের উপজেলা মডেল কেয়ারটেকার ও ফিল্ড সুপার ভাইজার উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post