মানিকছড়িতে ‘মাধুরী কম্পিউটার সেন্টার’ এর বর্ষপূর্তি উদযাপন
মানিকছড়ি প্রতিনিধি: পড়ালেখার পাশাপাশি নিজেকে আধুনিক বিশ্বেও এ ডিজিটাল যুগে সুপ্রতিষ্ঠিত করা দৃঢ় অঙ্গিকার নিয়ে ২০১৮ সালে উপজেলার সদরে মাধুরী কম্পিউটার সেন্টারের পদযাত্রা শুরু করেন উদ্যোমী যুবক সুজন কুমার দাশ। হাঁটি হাঁটি পা পা করে ৩ ফেব্রুয়ারী প্রতিষ্ঠানটি দু’বছরে পা দিল। ফলে মাধুরীর জন্মদিনে কেক কাটা,আলোচনাসভা ও কৃতকার্য শিক্ষার্থীদের পুরস্কার বিতরণের আয়োজন করেন মাধুরী কম্পিউটার কর্তৃপক্ষ।
মাধুরী কম্পিউটার সেন্টারের পরিচালক সুজন কুমার দাশ এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন, মানিকছড়ি গিরিমৈত্রী সরকারি ডিগ্রি কলেজ প্রভাষক(শরীরচর্চা শিক্ষক) মো. মনির হোসেন । বিশেষ অতিথি ছিলেন,প্রেসক্লাব ও উপজেলা দুনীৃতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এবং তিনটহরী উচ্চ বিদ্যালয়ে সহকারি গ্রন্থাগারিক আবদুল মান্নান, ইংলিশ স্কুলের অধ্যক্ষ মো. গোলাম রসুল, উদীয়মান যুবক মো. আবদুল আজিজ,ব্যবসায়ী নিমাই দাশ প্রমূখ।
সভায় অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,আধুনিক বিশ্বের ডিজিটাল যুগে নিজেকে সুপ্রতিষ্টিত করার জন্য পড়ালেখার পাশাপাশি কম্পিউটার শিক্ষার বিকল্প নেই। কম্পিউটার ছাড়া এখন শিক্ষা পরিপূর্ণ নয়। তাই সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে মাধুরী কম্পিউটার সেন্টার এলাকায় শিক্ষিত ও অধ্যয়রত যুবকদের ভাগ্য পরিবর্তনে সহায়ক ভূমিকা রাখছে। গত এক বছরে অর্ধশত যুবক ৩ মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ গ্রহণসহ বর্তমানে দেড়শতাধিক এ সেন্টারে প্রশিক্ষণরত রয়েছে। যা নিঃসন্দেহে এ প্রসংসার দাবীদার মাধুরী কম্পিউটার সেন্টার কর্তৃপক্ষ। বক্তব্য শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও কেক কেটে মাধুরীর জন্ম বার্ষিকী উদযাপনে উঠেন শিক্ষার্থীরা।