মানিকছড়িতে মারমা ওয়েলফেয়ার এসোসিয়েশনের ত্রান সামগ্রী বিতরণ
মানিকছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মারমা ওয়েলফেয়ার এসোসিয়েশন (MWA) সমাজিক সংগঠনের পক্ষ থেকে বাটনাতলী ইউনিয়নে থলিপাড়াতে হতদরিদ্র ও কর্মহীনদের পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সিম্প্রু পাড়া মৌজা প্রধান হেডম্যান থোয়াইচিং চৌধুরী, বাটনাতলী ইউনিয়ন পরিষদের ২ নম্বর সিম্প্রু পাড়া ওয়ার্ড মেম্বার সুইথোয়াই মারমা, ৩ নং উত্তর ডলু ওয়ার্ডে ইউপি সদস্য মংপাই মারমা, মারমা ওয়েলফেয়ার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক বাবু অংশেপ্রু মারমা, মানিকছড়ি উপজেলা সাধারণ সদস্য মিতালী মারমা, নিঅংগ্য মারমা,পাইপ্রুসাই মারমা,উগ্য মারমা অর্ধ শতাধিক কর্মহীন অসহায়দের মাঝে চাল,ডাল,তেল,লবণসহ একটি করে ফুট প্যাকেট বিতরণ করা হয়েছে।