মানিকছড়িতে মাসব্যাপি ক্রিকেট প্রশিক্ষণ উদ্বোধন
মানিকছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিস কর্তৃক তৃণমূলে ছাত্রীদের নিয়ে মাসব্যাপি ক্রিকেট প্রশিক্ষণের অংশ হিসেবে ২৯ আগস্ট মানিকছড়ির তিনটহরী উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট প্রশিক্ষণ উদ্বোধন করা হয়।
তিনটহরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিউল ইসলাম উপস্থিত থেকে উক্ত ক্রিকেট প্রশিক্ষণ উদ্বোধন করেন। এ সময় তিনি প্রশিক্ষণে অংশ নেয়া ছাত্রদের উদ্দেশ্যে বলেন, পৃথিবী আজ দ্রুত এগিয়ে যাচ্ছে, ছেলে-মেয়ে কেউই পিছিয়ে নেই। পার্বত্য অঞ্চলের মেয়েরাও ক্রীড়াঙ্গনে চমক সৃষ্টি করতে সক্ষম হয়েছে।
তাই লেখা-পড়ার পাশাপাশি খেলাধূলায় নিজেকে প্রতিষ্টিত করতে প্রশিক্ষণের বিকল্প নেই। জেলা ক্রীড়া অফিসের এ মহৎ উদ্যোগকে তিনি স্বাগত জানান। এ সময় প্রশিক্ষক ও তিনটহরী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. আনোয়ার হোসেনসহ সকল শিক্ষকগণ উপস্থিত ছিলেন।