• July 27, 2024

মানিকছড়িতে মুক্তিযুদ্ধা দুদমিয়ার চিকিৎসার জন্য প্রধান মন্ত্রীর সাহায্য কামনা

আলমগীর হোসেন: মানকিছড়ি উপজেলারর গাড়ীটানা এলাকার মুক্তিযুদ্ধা দুদমিয়া খন্দকার ৭১ সালে যৌবন বয়সে রড়াই করেছিল মুত্রুদের বিরোদ্ধে । আজ লড়াই করছেন জীবন যুদ্ধে র্দীঘ পনের দিন মানিকছড়ি হাসপাতালের বেডে পড়ে আছেন মুক্তিযোদ্ধা দুদমিয়া খন্দকার। তাহার সাত ছেলে মেয়ে থাকলেও কেউ তার দেখাশুনা করেন না বলে জানান দুদমিয়া। মানিকছড়ি হাসপাতা কমকর্তা ডা: নোমান মিয়া জানান মুক্তিযুদ্ধা দুদমিয়া হাডেরে ও শ্বাষকষ্টের সমস্য রয়েছে।

মানিকছড়ি হাসপাতাল থেকে যতটুকু সম্ভাব চিকিৎসা দেয়া হচ্ছে। উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার শফিউল আলম চৌধুরী বলেন দুদমিয়া খন্দকার যুদ্ধের সময় খাগড়াছড়ি জেলার মহালছড়ি, পানছড়ি, মাটিরাংগা, রামগড়সহ এই এলাকায় যুদ্ধ করেন। আজ সে বিষম অসুস্থ্য মাননীয় প্রধান মন্ত্রীর নিকট আকুল আবেদন তাহার চিকিৎসার জন্য সাহায্যর আবেদন জানান।

দুদমিয়া বলেন আমি বিষম অসুস্থ্য আমার চিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আবেদন জানাচ্ছি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post