মানিকছড়িতে মেঘনা লাইফ ইন্সুরেন্স এর মৃত্যুদাবী চেক হস্তান্তর
আবদুল মান্নান,মানিকছড়ি: খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানে মেঘনা লাইফ ইন্সুরেন্স দু’জন গ্রাহককে মৃত্যুদাবীর চেক হস্তান্তর করা হয়েছে।
উন্নয়ন মেলা-২০১৮ এ মানিকছড়ির মেঘনা লাইফ ইন্সুরেন্স কর্তৃপক্ষ প্রতিবারের মতো মেলায় স্টল দিয়ে মেঘনা লাইফ ইন্সুরেন্সের গ্রাহক সেবা সর্ম্পকে জনগণকে নানা তথ্য সেবা প্রদান করেন। মেলার সমাপনী পর্বে মেঘনা লাইফ ইন্সুরেন্স এর দু’জন গ্রাহককের মৃত্যুদাবী চেক হস্তান্তর করেন। মৃত্যুগ্রাহকরা হলেন, উপজেলার গোদাতলী গ্রামের রেজিয়া বেগম ও রোজিয়া খাতুন। তারা তাদের বীমার চুক্তি অনুযায়ী জীবিত কালে রেজিয়া বেগম ১৫ হাজার এবং মৃত্যুর পর ৩৭ হাজার ৪শত ৬টাকা এবং রোজিয়া খাতুন জীবিত কালে ৭ হাজার ৫শত এবং মৃত্যুর পর ৩৩হাজার ৫ শত ৩৯ টাকা প্রাপ্ত হন।
বিতরণ অনুষ্ঠানে এসব মৃত্যুর ব্যক্তির পরিবারের হাতে চেক তুলে দেন উপজেলা চেয়ারম্যান মরাগ্য মারমা, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল, মেঘনা লাইফ ইন্সুরেন্স এর এরিয়া ম্যানাজার মো. ওমর ফারুক ও উপজেলা ম্যানাজার মো. আশ্রাফুল ইসলাম প্রমূখ।