Homeস্লাইড নিউজপাহাড়ের সংবাদ

মানিকছড়িতে মোটরসাইকেল চালক সমিতির বর্ষপূর্তি উদযাপন

মানিকছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় বড়বিল, তুলাবিল, ছদুরখীল মোটরসাইকেল সঞ্চয় সমিতির ৩য় বর্ষপূর্তি উপলক্ষে ১২ মার্চ বিকাল সাড়ে ৩টায় বড়বিল এল

লক্ষ্মীছড়িতে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
লক্ষীছড়িতে আওয়ামীলীগের উদ্যোগে চলছে বিনামূল্যে করোনা টিকা রেজিষ্ট্রেশন কার্যক্রম
খাগড়াছড়িতে তিন ফুটবল কন্যাকে সংবর্ধনা

মানিকছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় বড়বিল, তুলাবিল, ছদুরখীল মোটরসাইকেল সঞ্চয় সমিতির ৩য় বর্ষপূর্তি উপলক্ষে ১২ মার্চ বিকাল সাড়ে ৩টায় বড়বিল এলাকায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

এসময় চালক সমিতর সাধারণ সম্পাদক মংসাথোয়াই মারমার সঞ্চালনায় সভাপতি ও ২নং বাটনাতলী ইউপি সদস্য মো. আব্দুল মোমিন’র সভাপত্বিতে বক্তব্য রাখেন, তনুচিং মারমা,মো শাহালম, মামুনুর রহমান ভূইয়া, বশির আহম্মেদ, উগ্যজাই মারমা, মো.জমির উদ্দিন, চহ্লাপ্রু মেম্বার  প্রমূখ ।

সভায় বাৎসরিক আয়-ব্যয় হিসাব সদস্যদের সামানে তুলে ধরেণ সম্পাদক মাসাথোয়াই মারমা। সন্ধায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয়।