মানিকছড়িতে মৎস্য পোনা বিতরণ
মানিকছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা পরিষদের অর্থায়নে মানিকছড়ি উপজেলার বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
১ সেপ্টেম্বর শুক্রবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করে পোনা বিতরণের পাশাপাশি বিভিন্ন জলাশয়ে মৎস্য চাষির মাঝে পোনা বিতরণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী। এসময় উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, জেলা পরিষদ সদস্য মো. মাঈন উদ্দীন, উপজেলা যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, কৃষকলীগ সভাপতি মো. শাহ আলমসহ জলাশয়ের মালিকেরা উপস্থিত ছিলেন।