মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়িতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির, যুব রেড ক্রিসেন্টের মানিক সভা ও সার্টিফিকেট বিতরণ করা
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়িতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির, যুব রেড ক্রিসেন্টের মানিক সভা ও সার্টিফিকেট বিতরণ করা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল সারে ৩টায় যুব রেড ক্রিসেন্ট খাগড়াছড়ি ব্র্যাঞ্চ’র মানিকছড়ি ইউনিট অফিস কক্ষে মাসিক আলোচনা সভায় মানিকছড়ি ইউনিটের জনসংযোগ বিভাগীয় প্রধান মো. আবু জাফর সঞ্চালনায় ও দল নেতা থোয়াইঅংপ্রু মারমার সভাপতিত্বে, অতিথি ছিলেন সাবেক যুব প্রধান ও মানিকছড়ি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক চিংওয়ামং মারমা মিন্টু, এসময় বক্তব্য রাখেন সাবেক জনসংযোগ বিভাগের প্রাধান মো.আকতার হোসেন,সাবেক যুব প্রধান মো. আশ্রাফুল আলম,জনসংযোগ উপ-প্রধান মো. রবিউল হাসান রবি, দল নেতা এক মো. আব্দুল আওয়াল প্রমুখ সভা শেষে প্রশিক্ষিত যুব সদস্যদের মাঝে সার্টিফিকেট তুলেদেন উপস্থিতি অতিথিরা।