• October 14, 2024

মানিকছড়িতে রবি টাওয়ারের ৪ অপারেটর অপহরণ

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় যোগ্যাছোলা ইউনিয়নের ছদুরখীল এলাকায় রবি টাওয়ারের কাজে নিয়োজিত ৪জন টেকনিশিয়ানকে (অপারেটর) অপহরণ করা হয়েছে বলে জানা গেছে। ৬ মার্চ বিকাল ৩টার দিকে ছদুরখীল এলাকা থেকে সন্ত্রাসীরা মোঃ হারুন, গিয়াস উদ্দিন, শহিদুল ইসলাম ও মিজানুর রহমান নামে ৪জনকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় বলে নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।

এ বিষয়ে জানতে চাইলে মানিকছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রশিদ জানান, দীর্ঘ দিন ধরে রবি টাওয়ারে  কাজে নিয়োজিত কর্মচারীদের নিকট চাঁদা দাবী করে আসছে। চাঁদা না দেওয়ায় তাদেরকে মোটরসাইকেল যোগে অস্ত্রের মুখে সন্ত্রাসীরা উপহরণ করেছে বলে তিনি জানা। রাত ৮ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অপহৃতদের উদ্ধার চেষ্টা চালাচ্ছে পুলিশসহ যৌথ বাহিনী।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post