মানিকছড়িতে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
আলমগীর হোসেন, মানিকছড়ি: খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ১০ মার্চ উপজেলা পরিষদ থেকে থেকে র্যালি বের করা হয়। “জানবে বিশ্ব জানবে দেশ-দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয় নিয়া একটি র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে আলোচনা সভা করে।
এতে উপজেলা নিবার্হী অতিরিক্ত দায়িত্ব রুবাইয়া আফরুজ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেলা আক্তার। এছাড়া মানিকছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা এম.এম. শাহাজাহান সিরাজ, মানিকছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল জব্বার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার(ভাঃ) শুভাশীষ বড়ুয়া, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) আয়ুব আলী আনছারী উপস্থিত ছিলেন।
র্যালিতে অংশ গ্রহণ করেন মানিকছড়ি বালিকা উচ্চ বিদ্যালয় ও রানী নিহার দেবী সরকারী উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীরা।